Date : 2024-03-29

কণ্ঠস্বরের ব্যবহারে শোনালেন অবিকল ট্রাকের হর্ন! দেখুন ভাইরাল ভিডিও….

ওয়েব ডেস্ক:- টেলিভিশনের পর্দায় টেলেন্ট হান্ট কনটেস্টের আয়োজন করা হয় ঘটা করে। কিন্তু এদেশে অবিশ্বাস্য সব প্রতিভা ছড়িয়ে আছে আমাদের চারপাশেই। বর্তমানে সময় সোশ্যাল মিডিয়ার যুগ। ডিজিটাল টাইমে দাঁড়িয়ে কখন কোথা থেকে কিভাবে প্রতিভার সন্ধান পাওয়া যাবে তা অনুমান করা খুব কঠিন। ছোট গাড়ি থেকে বড় লরি, বাস তৈরিতে মাহিন্দ্রা কোম্পনির দেশের মধ্যে বেশ নাম করেছে। দেশ জুড়ে দাপিয়ে বেড়ায় মাহিন্দ্রা কোম্পানির লরি, বাস। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে বড় গড়ির এয়ার হর্নের শব্দে কান ঝালাপালা হয়ে যায়। কিন্তু সেই হর্নের শব্দ অবিকল কোন মানুষ কণ্ঠস্বরে নকল করতে পারে! সম্প্রতি মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা তাঁর ট্যুইটার একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন।

পুলিশ নয়, ট্রাফিক আইন রক্ষা করবে ম্যানিকিন!

সেই ভিডিওয় দেখা যাচ্ছে হাইওয়ের উপর চলা বড় বড় দূরপাল্লার বাস, মালবাহী লরির শব্দ শুধুমাত্র নিজের ভোকাল কর্ডের মাধ্যমে অবিকল নকল করছেন এক ব্যক্তি! সেই ভিডিও পোস্ট করে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান ভিডিওটি পোস্ট করে তাঁর টুইট্যার হ্যান্ডেলে লিখেছেন, “প্রতিবছর আমরা অফিস মিটিং-এ মানুষের ব্যাবহারিক যানবাহনের গুরুত্ব নিয়ে আলোচনা করি। কিন্তু এই ভিডিও দেখে মনে হচ্ছে, মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে গেছে যানবাহন। এই ব্যক্তি নিঃসন্দেহে ভারতের প্রতিভাবানদের মধ্যে একজন।” ৩০ মিনিটের ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি অবলীলায় নিজের কণ্ঠ ও জিভের সঞ্চালন করে ট্রাকের হর্নের শব্দ তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছে। শুধু ট্রাক নয় বাসের হর্নের শব্দ করতে পারেন তিনি! শুনে নিন অবিশ্বাস্য সেই কণ্ঠস্বর….