ওয়েব ডেস্ক : ব্রিটেনের সাধারন নির্বাচনে ব্রেক্সিটের পক্ষেই মত দিল ব্রিটেনবাসী।৬৫০ আসনের মধ্যে ৩২৬ টির বেশি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন বরিসের দল কনজারভেটিভ পার্টি।ঠিক তারই বিপরীতে প্রায় দুশোর কাছাকাছি আসন পেয়ে পিছিয়ে গিয়েছে লেবার পার্টি।
ব্রেক্সিটকে বাস্তবায়িত করার জন্য ব্রিটেনবাসী কনজারভেটিভ পার্টিকে সমর্থ জানিয়েছেন, শুধুমাত্র বেক্সিট করায় নয় এর পাশাপাশি দেশকে ঐক্যবদ্ধ হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বিজয়ী ভাষণে জানিয়েছেন বরিস।অন্যদিকে লেবার পার্টির পক্ষ থেকে খারাপ ফলের কারণে পদত্যাগ করবেন জেরিমি করবিন।