ওয়েব ডেস্ক: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল দিল্লির রাণী ঝাঁসির রোডের আনাজ মাণ্ডিতে। অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন প্রায় ৪৩ জন।রবিরার সকাল ৫.২২ নাগাদ ভয়াবহ আগুন লাগার ঘটনা কথা জানানো হয় দমকলকে।আগুন নেভানোর কাজে প্রায় ৩০ টি দমকল বাহিনী দ্রুত পৌছে যায় ঘটনাস্থলে।জানা গেছে ওই বাজারটিতে স্কুল ব্যাগ, জলের বোতল তৈরি সহ নানান দাহ্য পদার্থ তৈরির কাজ হত।যা অনেকটাই দহনযোগ্য পদার্থ।আগুন লাগান মূহূর্তে সে সময় অনেক শ্রমিকই ঘুমিয়ে ছিলেন সেই বাজারের মধ্যে। প্রায় ৩০ জনকে মৃত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে। এদের মধ্যে বেশির ভাগই শ্রমিক। আগুনে ধোঁয়ার কারণে এদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।তাছাড়া বেশ কয়েকজনের দেহের অবস্থা এতটাই খারাপ যে তা চেনা মুশকিল।
ঘটনার সমন্ধে জানাতে গিয়ে দিল্লির মুখ্য আগ্নি নির্বাপক সুনীল চৌধুরী জানান, ৬০০ স্কোয়্যার ফিটের একটি প্লটে ভয়বহ আগুন ছড়িয়েছে।বাজারের ভেতরের দিকটা প্রচণ্ড অন্ধকার।এই কারখানার ভেতরগুলিতে স্কুল ব্যাগ, বোতল সহ নানান রকমের পদার্থ রাখা হত বলে জানিয়েছেন তিনি।ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অরবিন্দ কেজরিওয়াল এবং আরও অনেকেই।ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ কেজরীওয়াল এবং কেন্দ্র সরকারের।