কলকাতা:- শহরের রাস্তায় এই প্রথম দেখা যাবে CNG বাস। আপাতত এমন ১০ টি CNG বাস দেখা যাবে কলকাতায়। বিধানসভায় পরিবহন দফতরের স্ট্যান্ডিং কমিটির মিটিং-এ এমনটাই জানিয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “চলতি বছরে পরিবহনে রাজ্যের আয় বেড়েছে। ২০১৯ মার্চের মধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকা পরিবহন থেকে আয় হয়েছে রাজ্যের।” সামনেই গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগরে আগত পূর্ণার্থীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে, সেই সঙ্গে কসবা ডিপো থেকে ১০টি CNG বাস শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করবে।
আপাতত কসবা ডিপোতেই থাকছে রিফিলিং ব্যবস্থা। সড়ক পরিবহনের সঙ্গে সঙ্গে এবার জল পরিবহনের উপর নজর দিচ্ছে রাজ্য পরিবহন দফতর। জলপথে পরিবহন আরও বেশি বাড়াতে জলপথে বিভিন্ন রুট চালু করছে রাজ্য সরকার। মুর্শিদাবাদের হলদিয়া-গুপ্তিপাড়ায় প্রথম ধাপে পরিবহনের কাজ চলছে। পরবর্তী সময়ে গুপ্তিপাড়া থেকে মুর্শিদাবাদের আহিরণ পর্যন্ত জলপথ পরিবহন চালু করা হবে।