Date : 2024-02-21

টেস্ট ক্রমতালিকায় শীর্ষে বিরাট

ওয়েব ডেস্ক : আইসিসি ক্রমতালিকায় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে বিরাট কোহলি। স্টিভ স্মিথকে ছাপিয়ে শীর্ষ স্থানে জায়গা করে নিলেন বিরাট। বাংলাদেশের বিপক্ষে দুরন্ত ১৩৬ রান করার সুবাদে টেস্ট ক্রমতালিকায় ৯২৮ পয়েন্ট বিরাটের। দ্বিতীয় স্থানে থাকা স্মিথের সংগ্রহ ৯২৩। বিরাট ছাড়াও প্রথম একাদশে রয়েছেন দুই ভারতীয়।

আরও পড়ুন :নতুন করে পৃথক খালিস্তান কাদের ব্রেনচাইল্ড?

চতুর্থ স্থানে চেতেশ্বর পূজারা এবং ষষ্ঠ স্থানে রাহানে। আইসিসির টেস্ট ক্রমতালিকায় বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছে দুই বোলার। পঞ্চম স্থানে রয়েছেন বুমরাহ। নবম স্থানে রয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।