ওয়েব ডেস্ক : রিলিজ হল জেমস বন্ডের নতুন টিজার।নো টাইম টু ডাই নামের এই সিনেমাতে শেষবারের মতন দেখা যাবে প্রধান চরিত্র ড্যানিয়েল ক্রেগকে। ১৪ সেকেন্ডের এই টিজারে ভরপুর অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে।তবে এই ছবির ট্রেলারটি লঞ্চ করবে বুধবার। ২৫ তম বন্ডের এই ছবিতে অভিনয়ে দেখা যাবে রালফ ফিনেস, রামি মালেক, রনিকিননিয়ার, বেন উইশ, নায়োমি হ্যারিস, লি সেইডক্স এবং জেফ্রি রাইটকে।ছবিটির নির্দেশনায় রয়েছেন ক্যারি ফুকুনাগা।ছবির বেশির ভাগ দৃশ্য শ্যুট করা হয়েছে জামাইকা, নরওয়ে, ইটালি এবং লণ্ডনে।
বহু প্রত্যাশিত এই ছবিটি তৈরির ক্ষেত্রে এসেছে বহু বাধা।তবে সব বাধা পেরিয়ে অবশেষে ২০২০ মাঝামাঝি রিলিজ করবে এই সিনেমা।