ওয়েব ডেস্ক : 2020 সাল টেনিস প্রেমীদের কাছে দুঃখের খবর।কেননা আগামী বছরই পেশাদার টেনিস থেকে বিদায় নিচ্ছেন লিয়েন্ডার পেজ।টুইট করে আগামী বছর অবসরের কথা ঘোষণা করেছেন তিনি নিজেই।বুধবার রাতেই টুইটারে নিজের পেজে এই সিদ্ধান্তে কথা জানিয়ে দেন কিংবদন্তি টেনিস প্লেয়ার।
তাঁর এই দীর্ঘ কেরিয়ারে তিনি জিতেছেন অজস্র খেতাব।জিতেছেন ট্রফি, গ্রান্ড স্লাম ডাবলস খেতাব।দেশের একমাত্র খেলোয়াড় লিয়েন্ডার যিনি অলম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন।সমগ্র দেশবাসীকে দীর্ঘসময় তাঁর পাশে থাকার জন্য, তাঁকে ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন এই কিংবদন্তি টেনিস প্লেয়ার।