কলকাতা:- NRC নিয়ে অসমের পর আগুন জ্বলতে শুরু করেছে বাংলায়। জেলায় জেলায় সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত বিক্ষোভ শুরু হয়েছে ৭২ ঘন্টা ধরে। বিক্ষোভ ও হিংসার ঘটনা এমন আকার ধারণ করেছে যে বিভিন্ন জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এবার নাগরিকত্ব বিলের প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ ও অবরোধের বদলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি বজায় রাখতে হবে। কোনওরকম অশান্তি পাকানোর চেষ্টা হলে সরকার ছেড়ে কথা বলবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কারও দল-মত বিচার করা হবে না। এদিন দুপুর ১ টায় মেয়ো রেডের বাবাসাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু করে তৃণমূল।
জওহরলাল নেহেরু রোড হয়ে মিছিল চিত্তরঞ্জন অ্যাভিনিউ পৌঁছায় সেখান থেকে জোড়াসাঁকোয় পৌঁছায় তৃণমূলের মিছিল সেখানেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দলের কর্মী, সমর্থকদের শপথবাক্য পাঠ করান তৃণমূলনেত্রী। যার মূল বক্তব্য হল,– “আমরা সবাই দেশের নাগরিক। সর্ব ধর্ম সমন্বয় আমাদের আদর্শ। কাউকে বাংলা ছাড়তে দেব না। বাংলায় এনআরসি-ক্যাব হতে দিচ্ছি না দেব না।” মিছিলের কারণে গোটা উত্তর কলকাতায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এদিন মুখ্যমন্ত্রী মিছিলের শুরুতেই বিজেপিকে তোপ দেগে বলেন, “বাইরে থেকে লোক এনে অশান্তি পাকাচ্ছে বিজেপি। নজর রাখবেন কেউ যেন বাইরে থেকে ঢুকে অশান্তি পাকাতে না পারে। মিছিলে শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।”