Date : 2024-03-19

অবসর নিল মিগ ২৭ যুদ্ধবিমান

ওয়েব ডেস্ক : সেনাবাহিনীর অফিসারদের কাছে সে বাহাদুর নামেই পরিচিত ছিল এতদিন।দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় বিমানবাহিনীতে অত্যন্ত বিশস্ত সৈনিক হিসেবে পরিচিত ছিল তার।অবশেষে সেই দীর্ঘ পথের অবসান হতে চলেছে আজ।শেষবারের মতো যোধপুরের আকাশে উড়তে দেখা যাবে বায়ুসেনার বিমান মিগ ২৭ কে।১৯৯৯ এ কার্গিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বিমানের।

আরও পড়ুন : ছেলেকে বাঁচাতে পথে পথে ঘুরছেন ৯৬ বছরের ‘মা’

এখন বিশ্বের কোন দেশেই সেভাবে এই বিমানের ব্যাবহার দেখা যায় না।তার পরিবর্তে এখন রাফালে প্রযুক্তির বিমানের ব্যবহার করছে ভারত।আকাশ পথে নির্ভুলভাবে শক্রুপক্ষের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট দক্ষ ছিল এই মিগ ২৭ বিমান।তবে জানা যাচ্ছে অবসরের পর এবার আর আকাশ পথ নয় সংগ্রহশালায় নিয়ে রাখা হবে এই বিমানকে।২৭ শে ডিসেম্বরেই শেষ হতে চলেছে মিগ ২৭ এর যাত্রাপথ।এদিন ওয়াটার স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হয় মিগকে।তবে শুধু সাফল্যই নয় এর পাশাপাশি বহু দুর্ঘটনার জেরে দুর্নাম ও কুড়োতে হয়েছে এই বিমানকে।