ওয়েব ডেস্ক:- আর্থিক বৃদ্ধির দিকেই এগিয়ে যাচ্ছে ভারত, কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দ্বিতীয়বার শপথ গ্রহনের পর বাজেট পেশের মুহুর্তে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এমনটাই জানিয়েছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে ভারতের শেয়ার বাজার থেকে খুচরো বাজার সর্বত্রই মূল্যবৃদ্ধির হার ক্রমশ উর্ধ্বমুখী। নভেম্বরের শুরুতেই খুচরো বাজারে মূল্যবৃদ্ধি এসে দাঁড়িয়েছে ৫. ৫৪ শতাংশে। ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে অর্থনৈতিক ধস। চলতি অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে খুচরো মূল্যবৃদ্ধি ৪ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক।
বাস্তবিক ক্ষেত্রে বাজারে ছিল ভিন্ন দৃশ্য। পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য শাক-সব্জির দাম যেভাবে আকাশ ছুঁয়েছে তাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় দেশের জিডিপির হার নিম্নমুখী। উল্লেখ্য, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রেখেছে। তারপরেও খুচরো বাজারের দাবানল নেভানো সম্ভব হচ্ছে না। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত, গত তিন বছরের রেকর্ড ভেঙেছে এবছরের খুচরো বাজারের মূল্যবৃদ্ধি। পরিস্থিতির নিয়ন্ত্রণে আর কি পদক্ষেপ সরকার নেয় সেটা দেখার।