Date : 2024-04-25

এটিএমে টাকা তুলতে গেলে এবার লাগবে ওটিপি, নতুন নিয়ম এসবিআইয়ের

ওয়েব ডেস্ক : এটিএমে টাকা তুলতে গেলে প্রতারণার ঘটনা আকছার শোনা যায়।সেই সমস্যা থেকে মুক্তি পেতে এবার নতুন পদ্ধতি যোগ করল এসবিআই।নতুন পদ্ধতিতে এবার এটিএমে গিয়ে টাকা তুলতে গেলে লাগবে ওটিপি বা ওয়ান টাইম পাসওর্য়াড।ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করা নাম্বারে আসবে সেই ওটিপি। যা দিয়ে তোলা যাবে টাকা।

আরও পড়ুন : রূপান্তরকামীদের জন্য দেশে প্রথম পৃথক বিশ্ববিদ্যালয়

নতুন এই পদ্ধতি ১ লা জানুয়ারী থেকে দেশের সমস্ত এসবিআই এটিএম গুলিতে লাগু হবে এই নিয়ম। তবে রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত এই পরিষেবা কার্যকর থাকবে।এর ফলে এটিএম জালিয়াতির মতন ঘটনা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।তবে দশ হাজারের বেশি টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়ম। অর্থাৎ এর নীচে কোন টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য নয় এই নিয়ম।