কলকাতা পুলিশের জালে এক হেরোইন পাচারকারী। শনিবার তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। নারকেলডাঙা থানা এলাকার ক্যানেল রোডের কাছ থেকে তাকে হাতে নাতে ধরেছে কলকাতা পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৬৫ কেজি হেরোইন। উল্লেখ্য, মহম্মদ রশিদ নামে ওই ব্যক্তি কলকাতার বিভিন্ন অঞ্চলে হেরোইন পাচার করতেন। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে কলকাতা পুলিশ। এর আগে ওই জায়গা থেকে হেরোইন সহ আরও একজন গ্রেফতার হয়েছিলেন।