Date : 2021-10-19

নৌকায় চড়ে বিশাল সমুদ্র সিংহ, ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক : সমুদ্রে নৌকার ওপরে চড়ে সমুদ্র সিংহ।তাও আবার ১ নয় ২ টি।এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিয়ার নিকটবর্তী এল্ড ইনলেটে একটি ফাঁকা নৌকায় চেপে বসে থাকতে দেখা গেল দুই সমুদ্র সিংহকে।

আরও পড়ুন : ছেলেকে বাঁচাতে পথে পথে ঘুরছেন ৯৬ বছরের ‘মা’

ভিডিওটি অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে বিভিন্ন রকমের কমেন্ট করতে শুরু করেছেন নেটিজেনরা।