Date : 2024-04-24

করোনা ভাইরাসে মৃত ভারতীয় যুবক, আক্রান্ত আরও ১জন…

ওয়েব ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার এক ভারতীয়ের মৃত্যু হল। ত্রিপুরার বাসিন্দা মনির হুসেন নামে এক যুবক মালয়োশিয়ার একটি রেস্টুরেন্টে কাজ করতেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার মালয়েশিয়া প্রশাসনের তরফে মনিরের বাড়িতে খবর দেওয়া হয়। সূত্রের খবর, মালয়েশিয়ার একটি রেস্তোরাঁয় ২০১৮ সাল থেকে তিনি কর্মরত ছিলেন। করোনা ভাইরাসের প্রকোপে মৃত্যুপুরীতে পরিনত হয়েছে চিন। এই মুহুর্তে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জন। চিনা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, এই মুহুর্তে চিনে প্রায় ৬ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত।

হাজার কিলোমিটার দূর থেকে প্রাণ বাঁচিয়ে দিল কলকাতা পুলিশ

নেপাল সহ ভারতের বিভিন্ন অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমেরিকা, ম্যাকাও, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান প্রমুখ দেশের পাশাপাশি জার্মানি ও শ্রীলঙ্কাতেও আক্রান্তের খোঁজ মিলেছে। এরই মধ্যে এক ভারতীয়ের মৃত্যুর খবরও এল। অন্যদিকে চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কেরলের এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়। আচমকাই শুরু হয় শ্বাসকষ্ট। তাঁকে ইউহানের এক হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই আপাতত ভরতি রয়েছেন ওই যুবক। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত ওই যুবককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।