Date : 2024-04-26

দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪….

ওয়েব ডেস্ক: দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হল একটি অলটো গাড়ি। প্রবল কুয়াশায় দৃশ্যমানতা হারিয়ে যাওয়ার মেদিনীপুরের তমলুকের কাছে ৪১ নম্বর জাতীয় সড়কে রাম তারকের কাছে দুর্ঘটনায় পড়ে গাড়িটি। বুধবার রাত ১১ টা নাগাদ দীঘার উদ্দেশে ছয় জন যাত্রী নিয়ে রওনা হয় গাড়িটি। পর্যটকদের প্রত্যেকেই ছিলেন হুগলির খানাকুলের বাসিন্দা। রাত ৩ টে নাগাদ একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির।

পুলিশ সূত্রে খবর, আচমকাই রাস্তার উপর উঠে আসে একটি মাছ বোঝাই ১০ চাকার লরি।

ইরাকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ

ঘন কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা কম থাকায় উল্টোদিক থেকে আসা যাত্রী বোঝাই অলটো গাড়িটি সরাসরি ধাক্কা দেয়। লরির পিছনের দিকে ধাক্কা দিয়ে গাড়িটি আকটে যায় লরির সঙ্গে। সেই অবস্থায় লরিটি অলটো গাড়িটিকে টানতে টানতে নিয়ে যায়। গাড়ির মধ্যে থাকা পর্যটকরা গুরুতর জখম হয় দই জন, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। জানা গিয়েছে, অলটোটি ছিল দীপঙ্কর বরের। তিনি তৃণমূলের কার্যকরী অঞ্চল সভাপতি। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। আহত দুই জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।