Date : 2024-03-29

ভারতের মাটিতে এবার আফ্রিকান চিতা, সবুজ সঙ্কেত শীর্ষ আদালতের

ওয়েব ডেস্ক : দেশের মাটিতে এবার আসতে চলেছে আফ্রিকান চিতা।সুপ্রিম কোর্টের ছাড়পত্রের পর এবার খুব শীঘ্রই দেখা মিলবে আফ্রিকান চিতা বাঘ।তবে দেশের কোথায় কোথায় এই চিতাবাঘগুলি ছাড়া হবে সে নিয়ে একটি বিশেষ কমিটি গড়া হবে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় ছাড়া হবে এই বাঘ।তবে সবথেকে বড় বিষয়টি হল আবহাওয়া, আফ্রিকার আবহাওয়ায় চিতাবাঘগুলি ভারতীয় আবহাওয়ায় বাঁচতে পারবে কিনা তা প্রতি চারমাস অন্তর খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে বিশেষজ্ঞ প্যানেলকে।

আরও পড়ুন : নিজের জেলাতেই পোস্টিং পাবেন শিক্ষকরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত ২০১২ সালে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথোরিটি নমিবিয়া থেকে চিতাবাঘ নিয়ে আসার অনুমতি চায় সুপ্রিম কোর্টের কাছে।তবে সেই আর্জি খারিজ হয়ে যায়।