ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার দাবানল যেমন কেড়ে নিয়েছে কোটি কোটি বন্যপ্রাণ, তেমনই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিপদের মুখে প্রাণ দিয়েছেন দমকল কর্মীরা। ছোট্টো মেয়ে শার্লটের বয়স মাত্র ১৯ মাস। শোক, আনন্দের অনুভুতি হওয়ার আগেই বাবার মৃতদেহ এসে পৌঁছছে তার সামনে। নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিসের কর্মী অ্যান্ড্রো-ও-ডাওয়ার অস্ট্রেলিয়ার দাবানল নিয়ন্ত্রণের কাজে গিয়েছিলেন। কিন্তু কাজ শেষ করে তার আর ফেরা হল না ঘরে।
বিধ্বংসী দাবানলের সঙ্গে লড়াই করতে গিয়ে রণভূমিতেই প্রাণ দিতে হয় তাঁকে। ৭ জানুয়ারি তাঁর দেহ নিয়ে আসা হয়। সেখানেই বিশেষ সম্মান প্রদানের ব্যবস্থা করা হয়। অ্যান্ড্রোর সম্মানে তাঁকে মেডেল দেওয়া হয়। তাঁর শেষকৃত্যে একটি ছবি হৃদয়বিদ্ধ করে নেটিজেনদের। বাবাকে শেষশ্রদ্ধা জানাতে বাবার ইউনিফর্মে অন্যতম বিশেষ হেলমেটটি নিজের মাথায় তুলে নেন একরত্তি।
ছবিটির মধ্যে দিয়ে ছোট্টো মেয়ে শার্লট যেন বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছে দেশের এমন পরিস্থিতিতে নিজের প্রিয়জনের মৃত্যুতে শোকে বিহ্বল না হয়ে পাশে দাঁড়ানো উচিৎ দুর্গতদের। বাবার মৃত্যুর পর সেই দায়িত্ব যেন এখনই কাঁধে তুলে নিতে চান শার্লট। উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বিধ্বংসী দাবানলের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ দেন অ্যান্ড্রো-ও-ডিওয়ার ও তাঁর সহকর্মী জিওফ্রে কিওটন। আগুনের গ্রাসে চলে যাওয়া বনভূমিতে একটি বিরাট গাছ এসে পড়ে ফায়ার ব্রিগেডের ট্রাকের উপর। তাতেই মৃত্যু হয় এই দুই দমকল কর্মীর।