Date : 2024-03-29

বৈঠকের পরেও হল না সমাধান, সপ্তাহান্তে ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছেই

ওয়েব ডেস্ক: বৈঠকেও মিলল না সমাধান সূত্র, আগামীকাল থেকে ব্যাঙ্ক ধর্মঘটের পথে অনড় কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ের ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিনিধিরা বৈঠকে বসেন। বৈঠকের শেষেও কোন সমাধান সূত্র না মেলায় আগামী ৩১জানুয়ারী ও ১ লা ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকল ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন কর্মীরা। অন্যদিকে ২ ফেব্রুয়ারি রবিবার হওয়ায় ব্যাঙ্ক এমনি বন্ধ থাকবে। এর জেরে মাসের প্রথমেই গ্রাহকরা চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হতে চলেছেন। ব্যাঙ্কের পাশাপাশি এটিএমগুলিও বন্ধ থাকার ফলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। এর পরেও দাবি পূরণ না হলে ১১ থেকে ১৩ মার্চ পর্যন্ত ফের বিক্ষোভে সামিল হবেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।

করোনা ভাইরাসে মৃত ভারতীয় যুবক, আক্রান্ত আরও ১জন

কিন্তু এরপরেও সমাধান সূত্র না মিললে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে সামিল হতে পারে ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা। এদিকে ১লা ফেব্রুয়ারী পেশ হতে চলেছে সাধারণ বাজেট। এরমধ্যে ব্যাঙ্ক ধর্মঘট প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। গত বছর পুজোর মুখে ২৬ এবং ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তবে গ্রাহকদের অসুবিধার কথা মাথায় রেখে ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত করে দেওয়া হয়। তবে দাবি-দাওয়া আদায়ে এবার ধর্মঘটের পথে অনড় ব্যাঙ্ক কর্মীরা।