Date : 2023-06-06

ইরাকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ

ওয়েব ডেস্ক : শত শত আমেরিকান নাগরিকের মৃত্যুর কারণ আল-কুদস বা রিপাবলিকান গার্ড মাথা সোলেইমানির অন্ত্যেষ্টির রেশ কাটতে না-কাটতেই ইরাকের দুটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল আক্রমণ চালাল ইরান।

বুধবার সকালে এই আক্রমণের খবর মেলে। আরবিল এবং আল-আসাদ, এই দুই সামরিক ঘাঁটিতে আমেরিকান বাহিনী রয়েছে। আরবিলে রয়েছে নরওয়ের সেনাবাহিনীও। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, ইরানের এই প্রতিশোধ আক্রমণ সফল হয়নি। কোনও ক্ষেপণাস্ত্রই টার্গেটে পৌঁছায়নি। মার্কিন প্রশিক্ষিত ইরাকি সেনা সহ মিত্রবাহিনীর কোনও ফৌজি হতাহতও হয়নি। কমপক্ষে ২০ বার এই ক্ষেপণাস্ত্র আক্রমণ হয়। আমেরিকার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখনও পর্যন্ত ভালো।