Date : 2024-04-26

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলি চালাল অজ্ঞাত পরিচয়ের যুবক

ওয়েব ডেস্ক: দিনে-দুপুরে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলি চলল। এনআরসি ও সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন পড়ুয়াদের জমায়েতের উপর হঠাৎ-ই চড়াও হয় এক অজ্ঞাত পরিচয়ের যুবক। বিক্ষোভকারীদের দিকে এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে তিনি বলেন, “ইয়ে লো আজাদি”। কালো পোশাক পরা ওই যুবকের আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। গুলির আঘাতে জখম হয়েছে বিক্ষোভরত এক পড়ুয়া। প্রত্যক্ষদর্শীর কথায়, হোলি ফ্যামিলি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ এক যুবক গুলি ছুঁড়তে শুরু করে। গুলিতে জখম পড়ুয়ার নাম সাহিব বলে জানা গিয়েছে। তাঁর হাতে গুলি লাগে।

করোনা ভাইরাসে মৃত ভারতীয় যুবক, আক্রান্ত আরও ১জন

দিল্লির এইমস ভর্তি করা হয়েছে ওই পড়ুয়াকে। প্রসঙ্গত, বেশ কয়েকমাস আগে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শাহিনবাগে এনআরসি ও সিএএ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন মহিলারা। যা নিয়ে রীতিমতো সরগরম রাজনৈতিক মহল। দিল্লির নির্বাচনের আগে খোদ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর “দেশদ্রোহিদের” গুলি করে মারার স্লোগান দেন। এই আবহে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে যুবকের গুলি চালনায় দিল্লিবাসীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।