Date : 2024-04-24

তুষারপাত নেই! বর্ষবরণে মস্কোর রাস্তা সাজলো কৃত্রিম বরফে …

ওয়েব ডেস্ক: দূষণের বিষে মুহ্যমান দুনিয়া। বিশ্ব উষ্ণায়ণের সবচেয়ে বড় প্রভাব পড়েছে শীত প্রধান দেশগুলিতে। বিগত তিন দশকে মস্কোর তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এ বছর বর্ষবরণে ছিটেফোঁটা বরফ পড়তে দেখেনি সেখানকার বাসিন্দারা। কিন্তু বর্ষবরণের অনুষ্ঠান হবে আর মস্কোয় বরফ থাকবে না এমন তো আর হয় না। কিন্তু বরফে ঢাকা রাস্তা ছাড়া মস্কোয় বর্ষবরণ কি মানায়! তাই সাধারণ মানুষকে শীতের অনুভূতি দিতে কৃত্রিম ভাবেই মস্কোর রাস্তায় তুষারপাতের ব্যবস্থা করল স্থানীয় প্রশাসন! যার কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলিতে দেখা যাচ্ছে, রাস্তার দুই ধারে জমে রয়েছে বরফ।

এই বরফ কিন্তু মটেই প্রাকৃতিক নয় বরং ট্রাকে করে কয়েকশো টন বরফ এনে রাস্তার ধারে ছড়িয়ে দেওয়া হয়েছে সেখানকার স্থানীয় প্রশানের উদ্যোগে। ডিসেম্বর মেনেই মস্কোর তাপমাত্রা -১০ থেকে -১৫ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করে। বেশ কয়েক বছর ধরে সেই তাপমাত্রা সেভাবে ছুঁতে পারছে না মস্কো। তাপমাত্রা বেশি থাকায় ৩০ ডিসেম্বর সামান্য তুষারপাত হলেও রাস্তায় বরফ জমার আগেই তা গলে যায়। তার পরই শীতের আমেজ ফেরাতে কৃত্রিম ভাবে তুষারপাতের ব্যবস্থা করে মস্কোর প্রশাসন।