Date : 2021-10-20

অসুস্থ কবি শঙ্খ ঘোষ

কলকাতা: ফুসফুসে সংক্রমণ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি কবি শঙ্খ ঘোষ। বেলা বারোটা নাগাদ অসুস্থ অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মুকুন্দপুরের হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়েছেন কবি শঙ্খ ঘোষ স্নায়ু রোগে আক্রান্ত।সেখান থেকেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছে। সংক্রমণ হয়েছে শরীরের আরও বিভিন্ন অঙ্গে।মেডিসিন বিভাগে অ্যান্টিবায়োটিক দিয়েই সংক্রমণ চলছে। তবে আপাতত তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল।