ওয়েব ডেস্ক: ২০১৮-এ ‘জিরো’ ছবি ফ্লপ করার পরেই অভিনয় থেকে অনেকটাই সরে দাঁড়িয়েছিলেন কিং খান। মন দিয়ে শুধু প্রয়োজনার কাজ করে গেছেন। এমনকি আকারে ইঙ্গিতে বিভিন্ন মাধ্যমে বুঝিয়েছিলেন তাঁর হতে এখন তেমন কোন ছবি নেই। তবে এবার তার অনুরাগীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে। সম্প্রতি ‘স্ত্রী’ ছবির দুই লেখক জানিয়েছেন যে একটি চিত্রনাট্য নিয়ে অনেক দূর কথা এগিয়ে গিয়েছে তাঁদের শাহরুখের সঙ্গে।
সম্প্রতি সংবাদ মাধ্যমকে রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডি কে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁদের লেখা একটি চিত্রনাট্য নিয়ে শাহরুখ খান মিটিং করেছেন। প্রথম বৈঠকেই শাহরুখের চিত্রনাট্যটি বেশ পছন্দই হয়েছে বলে জানিয়েছেন। যদিও ছবি নিয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা এখনও হয়নি। তবে ছবি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ দুজনেই। ছবি প্রায় নিশ্চিত হলেও ছবি নিয়ে আনুষ্ঠানিক কিছু ঘোষণা হয়নি। ছবির কাজ কবে শুরু হবে সেই নিয়েও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।