Date : 2024-04-19

পিচ শুকোনোর জন্য হেয়ার ড্রায়ার, রিপোর্ট চেয়ে পাঠাল বোর্ড

ওয়েব ডেস্ক : বৃষ্টির কারণে আসামে T20 বাতিল হয়েছে তবে ভারত শ্রীলঙ্কার টি টোয়েন্টির ম্যাচ ভেস্তে যাওয়ার পর পিচ নিয়ে বিতর্ক উঠেছে ক্রিকেট মহলের অন্দরে।হঠাৎ পিচ নিয়ে বিতর্ক কেন? জানা গেছে ৫ ই জানুয়ারী খেলা শুরুর আগে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় বর্ষাপাড়া স্টেডিয়ামে ভেস্তে যায় ম্যাচ।খুব বেশি বৃষ্টি না হলেও সমস্যা হয়েছে পিচ ঢাকার ত্রিপল নিয়ে।বৃষ্টি হয়ে যাওয়ার পর মাঠ পরীক্ষায় আম্পায়াররা গেলেও মাঠ পরীক্ষা করে ম্যাচ শুরু করতে পারেননি।

আরও পড়ুন : বাতিল ইলেকট্রনিক গ্যাজেট দিয়ে বিরাট কোহলিকে প্রতিকৃতি উপহার ক্রিকেটপ্রেমীর

কেননা অভিযোগ, মাঠের মধ্যে যে ত্রিপল দেওয়া হয়েছিল তাতে ফুটো থাকার কারণে বেশ কিছু জল পিচে ঢুকে পিচ নষ্ট করে ফেলে।তবে সেই ড্যামারেজ কন্ট্রোল করতে গিয়ে ইস্ত্রি, হেয়ার ড্রায়ার সহ নানান উপকরন দিয়ে পিচ শুকোবার চেষ্টা করা হয়।তবে তা আর সম্ভব হয়ে ওঠেনি। এই ঘটনার জেরে যারপরনাই ক্ষুব্ধ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।ঘটনার জেরে কিছুটা চাপে পড়েছে বোর্ড।ঘটনায় পিচ কমিটির চেয়্যারম্যান আশিস ভৌমিকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বোর্ড কর্তারা।