Date : 2024-04-26

করোনা আতঙ্কে খাঁ খাঁ করছে চায়না টাউন, মাথায় হাত ব্যবসায়ীদের

কলকাতা: করোনা ভাইরাসের আতঙ্ক সুদূর চিন থেকে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। আন্তর্জাতিক এই সঙ্কটের ছায়া পড়েছে বাঙালির চিলি চিকেন, চাউনিমের রুচিতে। চিনা দ্রব্য বিক্রিতে ভাটা পড়েছে বিশ্ব বাজারে। করোনা আতঙ্কে কলকাতার চায়না টাউনে রসনাতৃপ্তি থেকে মুখ ফিরিয়েছে বাঙালি। চায়না টাউনের রেস্তরাঁগুলি খাঁ খাঁ করছে। রাতারাতি ক্রেতারা পথ ভুলে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। প্রসঙ্গত, কলকাতার চায়না টাউনে বসবাস করেন কয়েক হাজার পরিবার। চিনা দ্রব্য বিক্রি, চিনা রেস্তোরাঁ ঘিরে বেড়ে উঠেছে তাদের ব্যবসা। চিনা নববর্ষে বেশ জমজমাট থাকে কলকাতার চায়না চাউন। এখানকার বাসিন্দাদের অধিকাংশের আত্মীয় স্বজন থাকেন বিদেশে।

আর কয়েক ঘন্টা পর পুরোপুরি বন্ধ হয়ে যাবে টালাব্রিজ, জেনে নিন কিভাবে পৌঁছবেন গন্তব্য?

চিনা নববর্ষে এবার আর বিদেশ থেকে আসেননি তারা। রেস্তোরাঁ, বাজারে দেখা নেই ক্রেতার। চিনা টাউনের ব্যবসায়ীদের বক্তব্য এখনও পর্যন্ত কলকাতায় করোনা ভাইরাসের দেখা মেলেনি। তার আগেই ক্রেতারা মুখ ফিরিয়েছেন। অন্যান্য বার রেঁস্তোরা গুলোয় ভীর উপচে পড়লেও এবার কার্যত মাছি তাড়াচ্ছে চাইনিজ খাবারের দোকান গুলি৷ এই নয়া করোনা আতঙ্কের জেরে ব্যবসাতেও বিপুল ক্ষতি হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রেস্তোরার মালিকরা। উৎসবের মরশুমেও তাই এক প্রকার মরুভূমিতে পরিণত হয়েছে চায়না টাউন।