Date : 2024-03-28

চিনে করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত, চিকিৎসার সরঞ্জামের অভাব

ওয়েব ডেস্ক: চিনে করোনা ভাইরাসের ভয়াবহতা ক্রমশ বাড়তে শুরু করেছে। মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জন। কিভাবে মৃত্যু রোখা সম্ভব, তা নিয়ে চিন্তিত চিকিৎসকরাও। ইউহান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ গোটা চিনে ছড়িয়ে পড়ে। সর্দি, কাশি আর জ্বরে ভুগতে শুরু করেন একাধিক মানুষ। যারা জ্বরে আক্রান্ত হন তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। হুবাই প্রদেশে নতুন করে ২ হাজারেরও বেশি লোক আক্রান্ত।

মাঝ আকাশেই প্রসব যন্ত্রণা, বিমানের জরুরী অবতরণ কলকাতায়

করোনা ভাইরাসে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবী, ২০টির বেশি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত। শুধু তাই নয়, করোনা ভাইরাসে চিকিৎসা করার জন্য সরঞ্জামের সমস্যা দেখা দিয়েছে দেশজুড়ে। ভারত থেকে গ্লাভস পাঠানো বন্ধ হয়েছে চিনে। ফলে সমস্যায় পড়েছে চিন প্রশাসন। পাশাপাশি থাইল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, আমেরিকা, ফ্রান্স ও ভিয়েতনামেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বে সবচেয়ে বিপদজনক দেশের তালিকার মধ্যে রয়েছে থাইল্যান্ড। এরপরেই আছে জাপান। আমেরিকা আছে ৬ নম্বরে, অস্ট্রেলিয়া ১০ নম্বরে, ইংল্যান্ড ১৭ নম্বরে এবং ভারত ২৩ নম্বরে। গোটা বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জরুরী অবস্থা জারি করার কথা ঘোষণা করেছে হু।