Date : 2024-04-25

কেরলের যুবকের বিয়ের আসরই হয়ে উঠল এনআরসি প্রতিবাদের মঞ্চ

ওয়েব ডেস্ক: সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে গত ১৪ ডিসেম্বর থেকে শাহিনবাগে আন্দোলনে বসেছেন স্থানীয় মহিলারা। আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়েছে পথ। এরই মধ্যে এই বছর শীতে রাজধানীর তাপমাত্রার রেকর্ড পতন হয়েছে। সেই ‘দিল্লি কা সার্দি’ উপেক্ষা করেই শাহিনবাগে দুগ্ধপোষ্য সন্তানদের সঙ্গে নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন মহিলারা। আপ হোক বা কংগ্রেস, শাহিনবাগের পাশে সেইভাবে দেখা যায়নি কোন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে। কিন্তু প্রথম থেকেই সেই আন্দোলনের দেশের মানুষের স্বতঃস্ফুর্ত সারা ছিল। এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে ভিন্নরূপে প্রতিবাদের ভাষা উঠে এসেছে দেশজুড়ে।

পেশ হল ২০২০-২১ রাজ্য বাজেট, ১১ টি প্রকল্পে অর্থ বরাদ্দের পাশাপাশি বেকারত্ব কমাতে জোর

এবার কেরলের যুবক নিজের বিয়ের আসরকে প্রতিবাদের মঞ্চে পরিনত করলেন। বিয়ে করতে কেরলের ভাজিমুক্কু ওয়েডিং হলে পৌঁছনোর সময় উটের পিঠে সওয়ার বরের হাতে দেখা গেল সিএএ, এনআরসি ও এনপিআর বিরোধী প্ল্যাকার্ড। হাজা হুসেন নামে ওই ব্যক্তির প্ল্যাকার্ডে লেখা ছিল, “Reject CAA, Boycott NRC And NPR”।তিনি পেশায় একজন ব্যবসায়ী। এমনকি কন্যাপণে যেখানে বরের অর্থ ও সোনা হস্তান্তর করার নিয়ম আছে সেখানে পণ হিসাবে একটি সংবিধানের কপি হস্তান্তর করেছেন হাজা হুসেন। তিনি বক্তব্য, অবিলম্বে দেশ থেকে এনআরসি, সিএএ, এনপিআর আইন বাতিল হয়ে যাওয়া প্রয়োজন আছে।