Date : 2024-04-20

ব্যস্ত সময়ে এসি রেক থেকে ধোঁয়া, ফের মেট্রো বিভ্রাট শহরে

কলকাতা: ফের ব্যস্ত সময় বেরিয়ে পড়ল শহরের লাইফলাইন মেট্রোর পরিকাঠোমোগত ত্রুটি। শনিবার বেলা দেড়টা নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনে এসি রেক থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। দ্রুত খবর পেয়ে রেকটি খালি করে দেন মেট্রো কর্তৃপক্ষ। একাধিক আধুনিকীকরণ নিয়ে গতকাল থেকে সাধারণ মানুষের সুবিধার্থে পূর্ব কলকাতায় আংশিকভাবে চালু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। সেই ঝাঁ চকচকে চেহারার মাঝখান থেকে মেট্রোর কঙ্কালসার রূপ ফের বেরিয়ে এলো। শনিবার বেলা ১ টা নাগাদ কবি সুভাষ থেকে যাত্রা শুরু করেছিল দমদম গামী একটি মেট্রো। দেড়টা নাগাদ সেটি চাঁদনি চক স্টেশনে ঢোকার আগের মুহূর্তে একটি রেক থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মধ্যে।

ভূতে ধরেছে ভেবে ঝাড়ফুঁক! চিকিৎসার অভাবে মৃত্যু ২ শিশুর

এই পরিস্থিতিতে মেট্রোটি চাঁদনি চকে ঢুকতেই যাত্রীরা তড়িঘড়ি নামতে শুরু করেন। যাত্রীরাই ফাঁকা করে দেয় রেক। কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছতেই গোটা মেট্রোটি ফাঁকা দেওয়া হয়। অন্য মেট্রোয় গন্তব্যে পাঠানো হয় যাত্রীদের। প্রাথমিক তদন্তের পর মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে রেকটিতে হঠাৎ শর্ট সার্কিট হওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে তেমন নিশ্চিত করে কিছু বলা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানানো হবে।