Date : 2024-03-28

একেই বলে ভাগ্য! লোন নিতে গিয়ে লটারি জিতে এখন কোটিপতি কেরলের বাসিন্দা

ওয়েব ডেস্ক: বাজারে প্রচুর টাকা ঋণ হয়ে গিয়েছিল তার। কিভাবে পরিশোধ করবেন বুঝে উঠতে পারছিলেন না। বাধ্য হয়ে ব্যঙ্ক থেকে বেশকিছু টাকা লোন নেওয়ার কথা ভেবেছিলেন তিনি। ব্যাঙ্কে লোন নেওয়ার বিষয়ে কথা বলতে যাওয়ার পথে কিছুটাকা দিয়ে লটারির টিকিট কাটেন ওই ব্যক্তি আর তাতেই কেল্লাফতে। লটারি জিতে এখন তার ভাগ্য খুলে গেছে। লটারির সৌজন্যে এখন সে ১২ কোটি টাকার মালিক। পরিশোধ করেছেন ঋণ।

লটারি কেনার অভ্যাস আগেই ছিল তার। লটারি কিনে বেশ কিছু টাকা জিতেছিলেন আগে। তবে লটারি তার ভাগ্য ফিরিয়ে দিল।

অন্তরে সংগ্রামের মন্ত্র, কলমে ‘অটাম সং’, ‘নাইটিঙ্গল’র অজানা গল্প

ঋণ ভারে জর্জরিত ওই ব্যক্তি কোন কিছুর কথা না চিন্তা করেই কেটেছিলেন লটারি। যাওয়ার পথেই লটারির টিকিট কেটে ফেলেছিলেন তিনি। কখনও ভাবেননি সেই টিকিট তাঁর কাছে এত ‘বড়’ পুরস্কার এনে দেবে।

উন্নয়নেই আস্থা দিল্লিবাসীর

সোমবার সেই লটারির রেজাল্ট বেড়তেই চমকে যান কেরলের বাসিন্দা পুরুনান। প্রথম পুরস্কার ১২ কোটি টাকা তিনি ইতিমধ্যেই হাতে পেয়েছেন। পুরুনান অবশ্য জানিয়েছে, পুরস্কারের টাকা পুরোটা নয়, প্রায় ৭ কোটি টাকা মতো তিনি পাবেন। ঋণ পরিশোধ করে বাকি টাকা সন্তানের শিক্ষাখাতে জন্য রাখবেন তিনি। তবে ভবিষ্যৎ-এ আরও লটারির টিকিট তিনি কাটবেন বলে জানিয়েছেন।