Date : 2024-04-16

অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়ে কেঁদে ভাসালো ছাত্রী, ত্রাতার ভূমিকায় পুলিশ

বর্ধমান: মাধ্যমিক পরীক্ষা প্রতিটি ছাত্র-ছাত্রীর জীবনে বড় পরীক্ষা। প্রথম দিনে পরীক্ষা দিতে গিয়ে আশঙ্কা কাজ করে প্রত্যেক ছাত্র-ছাত্রীর মধ্যেই। আর সেই আশঙ্কায় ভুল-ভ্রান্তি হয়। এমনই ঘটনা ঘটল বর্ধমানের মাধ্যমিক পরীক্ষার্থী মিলি বার্নওয়ালার। পরীক্ষা শুরু হতে বাকি আর মাত্র কয়েক মিনিট, পরীক্ষাকেন্দ্রে বসে নজরে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছে সে। মিলি এমএএমসি’র মডার্ন স্কুলের ছাত্রী। মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে এবিএল হাইস্কুলে। আতঙ্কে, ভয়ে কেঁদে ফেলে মিলি।খবর পেয়ে অসহায় অবস্থা হয়ে যায় তার অভিভাবকেদের। পরীক্ষার্থীর এমন অবস্থায় কার্যত ত্রাতার ভূমিকা নেয় দুর্গাপুর টাউনশিপ থানার পুলিশ।

প্যাকেট থেকে বের করেই আগুন ধরালে দিব্যি জ্বলছে চকলেট! দেখুন ভাইরাল ভিডিও

মিলিকে শান্তনা দিয়ে একজন সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে বাইকে করে বাড়িতে পাঠান পরীক্ষাকন্দ্রে কর্তব্যরত পুলিশ আধিকারিক। এরপর মিলি বাড়ি গিয়ে অ্যাডমিড কার্ডটি তৎক্ষণাৎ নিয়ে এসে সঠিক সময়ে তার জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে। ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন প্রত্যক্ষদর্শীরা। এদিন পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে দুর্গাপুর টাউনশিপ থানার পুলিশের পক্ষ থেকে একটি পেন ও গোলাপ ফুল দেওয়া হয়। এবার দুর্গাপুরের ৪১ টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ১৪১৮৯ ছাত্র-ছাত্রী। তারমধ্যে রয়েছেন ৭১৩৪ জন ছাত্র এবং ৬০৫৫ জন ছাত্রী। পরীক্ষা যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার দিকে সতর্ক দৃষ্টি রাখছে বর্ধমান পুলিশ প্রশাসন।