Date : 2024-04-24

#Live Union Budget 2020: বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত: অর্থমন্ত্রী

ওয়েব ডেস্ক: সংসদের বাজেট অধিবেশনে ২০২০-২১ অর্থবর্ষের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের এটাই পূর্ণাঙ্গ বাজেট।

বাজেটের “শুরুতেই সবকা লাভ সাবকা বিকাশ” লক্ষ্যের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের মানুষের জীবনযাত্রা সরলীকরণ করা ভারত সরকারের লক্ষ্য এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী।

বাজেট ভাষণের শুরুতে কাশ্মীরী ভাষায় রচিত একটি কবিতা পাট করেন অর্থমন্ত্রী। পাশাপাশি কাশ্মীরের অর্থনৈতিক বিকাশ সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট করেন নির্মলা সীতারমণ।

বাজেট ভাষণের শুরুতে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

২০২২ সালের মধ্যে দেশের কৃষি অর্থনীতি দ্বিগুণ করতে বদ্ধপরিকর সরকার।

কৃষকদের স্বার্থে চালু হবে বিশেষ বিমান পরিষেবা। এই ব্যবস্থা চালু করবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

ভারতীয় রেলের পক্ষ থেকেও কৃষকদের সুবিধার্থে চালু করা হবে বিশেষ রেল পরিষেবা।

কৃষির উন্নয়ন স্বার্থে ১৬ দফা ঘোষণা করা হবে।

কৃষি ঋণ বাড়ানোর পাশাপাশি পশুপালক ও মৎসজীবীদের জন্য বিশেষ পরিকল্পনা।

গ্রামে গ্রামে ফসলের মজুত ঘর তৈরি হবে।

১ এপ্রিল থেকে জিএসটি-র নতুন আবেদনপত্র আরও সরলীকরণ হচ্ছে।

জিএসটি কাউন্সিল আরও সক্রিয় হয়েছে। গত বছর ১৬ লক্ষ নতুন করপ্রদানকারী যুক্ত হয়েছেন।

এই অর্থবর্ষে ৪০ কোটি জিএসটি রিটার্ন ফাইল হয়েছে

করক্ষেত্রে ধীরে ধীরে পরিণত হতে চলেছে জিএসটি ব্যবস্থা।

পরিবহন এবং লজিস্টিক ক্ষেত্রে জিএসটি দুর্দান্ত কাজ করেছে। “ইন্সপেক্টর রাজ’ উধাও হয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি।

আটাশ হাজার চারশো কোটি বিদেশী বিনিয়োগ হবে।

 ভারতকে উচ্চশিক্ষার গন্তব্য করে গড়ে তোলার লক্ষ্যে এশিয়া ও আফ্রিকার পড়ুয়াদের জন্য সূচনা ‘Ind-SAT’ পরীক্ষার।

দেশে ১৫০টি নয়া ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠান।

বৃত্তিমূলক শিক্ষায় বরাদ্দ ৩০০ কোটি।

শীঘ্রই জাতীয় শিক্ষানীতির ঘোষণা।

শিক্ষা ক্ষেত্রে বিদেশী বিনিয়োগের সুযোগ আরও প্রশস্ত হল।

গ্রামীন স্বাস্থ্য প্রকল্পে বিশেষ নজর।

আয়ুষ্মাণ প্রকল্পে জেলায় জেলায় হাসপাতালে সস্তায় ওষুধের দোকান।

পিপিপি মডেলে নতুন মেডিক্যাল কলেজ খোলা হবে।

২০২৩ এর মধ্যে ভারতকে যক্ষা মুক্ত করার পরিকল্পনা নেওয়া হল।

দেশীয় শিল্পে বাজেটে বিশেষ নজর। দেশীয় মোবাইল উৎপাদন বাড়াতে জোর। শিল্প বানিজ্যে বরাদ্দা ২৭ হাজার কোটি। প্রত্যেক জেলায় এক্সপোর্ট হাবের পাশাপাশি রপ্তানি ঋণের ব্যবস্থা।

অর্থনীতির চাঙ্গা করতে পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব।

তৈরি হবে ২০০০ কিমি হাইওয়ে ও ১০০টি বিমান বন্দর।

বেশ কিছু বন্দরের বেসরকারি করণে জোর দেওয়া হবে।

২০২৩ সালের মধ্যে সম্পন্ন হবে দিল্লি-মুম্বই হাইওয়ের কাজ।

 অপটিক্যাল ফাইবার প্রোগ্রামের মাধ্যমে সংযুক্ত করা হবে ১ লাখ গ্রাম পঞ্চায়েতকে।

দেশজুড়ে ডেটা সেন্টার পার্ক গড়ে তোলার জন্য নয়া নীতি আনবে সরকার।

কোয়ানটম প্রযুক্তি ক্ষেত্রে ৮ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।

পুনর্নবীকরণ শক্তির জন্য বরাদ্দ ২০ হাজার কোটি।

তেজসের মতো আরও ট্রেন চালু করার ভাবনা। রেল লাইনের দুই পাশে সোলার প্যানেলবসানোর প্রস্তাব।

বাজেটে ২৭ হাজার কিমি রেল লাইনের বৈদ্যুতিকরণের প্রস্তাব। রেলের ফাঁকা জমিতে বিদ্যুৎ কেন্দ্র।

তৈরি হবে ৯ হাজার কিমি ইকনোমিকাল করিডোর।

পিপিপি মডেলে ১৫০টি নতুন ট্রেন।

মহিলাদের জন্য ২৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ।

১০ কোটি অন্তঃসত্ত্বা মহিলার জন্য বিশেষ প্রকল্প।

শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ।

করদাতাদের বিব্রত করা যাবে না।

করদাতাদের সুবিধা দিতে আয়কর আইনের সংশোধনের প্রস্তাব।

করদাতাদের চার্টাড তৈরি করা হবে।

এলআইসিকে বেসরকারিকরণের উদ্যোগ।

বিক্রি করা হবে আইডিবিআই ব্যাঙ্কের সরকারি শেয়ার।

সরকারের হাত থেকে এলআইসির মালিকানা বিক্রি করা হবে।

আইপিওর মাধ্যমে এলআইসিকে বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হবে।

ব্যাঙ্কের উপর আস্থা ফেরাতে বিশেষ জোর। ব্যাঙ্কে ১ লক্ষ থেকে বেড়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা।

ব্যাঙ্ক চাঙ্গা করতে ৩ লক্ষ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ।

আর্থিক বৃদ্ধির লক্ষ্য মাত্রা ১০ শতাংশ বৃদ্ধির ঘোষণা।

৫ লক্ষ টাকা পর্যন্ত আয় কর মকুব করা হল।

ধাপে ধাপে ৫ শতাংশ করে কমল আয়কর। প্রতিটি স্লাবেই কমল আয়করের পরিমান।

চলতি অর্থবর্ষে ৫-৭.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ১০ শতাংশ।

৭.৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ১৫ শতাংশ।

১০ থেকে ১২.৫ লক্ষ টাকায় ২০ শতাংশ আয়কর।

১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫ শতাংশ আয়কর দিতে হবে।

১৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ আয়কর দিতে হবে।

নির্মলার ঘোষণার পরেই শেয়ার মার্কেটে সূচক নামতে শুরু করল।

সেনসেক্স পড়ল ৬০০ পয়েন্ট। নিফটির পতন হল ২০০ পয়েন্ট।