Date : 2021-12-02

মালদায় গণবিবাহের অনুষ্ঠানে নবদম্পতিদের আশীর্বাদ করলেন মুখ্যমন্ত্রী

আদিবাসী রীতি মেনে গণবিবাহ অনুষ্ঠিত হল মালদার গাজলে। বৃহস্পতিবার গাজোল কলেজ ময়দানে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আদিবাসী রীতি মেনে ৩০০ জোড়া বর-কনে বিবাহ বন্ধনে যুক্ত হন। নব দম্পতিদের দীর্ঘায়ু কামনা করে দু-হাত তুলে আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রী। নব দম্পতিদের সরকারি আর্থিক অনুদান ও উপহারও তুলে দেন মুখ্যমন্ত্রী।

এদিন অন্য মেজাজে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে। আদিবাসী মহিলাদের নাচে অংশ নেন তিনিও।