Date : 2024-04-20

করোনার জেরে মার্কিন মুলুকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

নোভেল করোনা ভাইরাস থাবা বসিয়েছে আমেরিকাতেও। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮০০-এর বেশি। মারা গিয়েছেন ৪১ জন। এই পরিস্থিতিতে নোভেল করোনা ভাইরাস সংক্রমণকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মারণ রোগের মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের কথাও বলা হয়েছে। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, করোনা রুখতে অর্থ খরচে কোনও কার্পণ্য হবে না। যেভাবেই হোক দেশবাসীকে এর হাত থেকে রক্ষা করার চেষ্টা চালাবে তাঁর সরকার।