Date : 2021-10-16

প্রয়াত লেখক সুব্রত মুখোপাধ্যায়, শোকের ছায়া অনুরাগী মহলে

বয়স হয়েছিল ৬৯ বছর। সত্তর পার হওয়ার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন বিশিষ্ট সাহিত্যিক সুব্রত মুখোপাধ্যায়। যকৃতের সমস্যায় ভুগছিলেন সুব্রতবাবু। সোমবার (১৬ মার্চ) রাতে তাঁর মৃত্যু হয়।

সাতের দশকে উত্থান তরুণ লেখক সুব্রত মুখোপাধ্যায়ের। অচিরেই নিজের জাত চিনিয়ে দেন। হাতের লেখায় জাদু ছিল। দেশ পত্রিকায় প্রকাশিত ধারাবাহিক উপন্যাস রসিক উচ্চ প্রশংসিত হয়। তাঁর লেখা আরও কয়েকটি উপন্যাস পৌর্ণমাসি, মধুকর, বিষহর, সন্ত্রাস। তাঁর লেখা আর একটি জনপ্রিয় লেখা আয় মন বেড়াতে যাবি। ২০১২ সালে সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পান বীরাসন উপন্যাসের জন্য।