Date : 2024-03-29

ইয়েস ব্যাঙ্কের কাছে টাকা ফেরত চাইলেন জগন্নাথদেব

ইয়েস ব্যাঙ্কে ভরাডুবির জেরে দুশ্চিন্তায় পুরীর জগন্নাথদেবও। আর পাঁচজন সাধারণ মানুষের মতো তিনিও যে এই ব্যাঙ্কেরই গ্রাহক। টাকা তোলার ক্ষেত্রে একই রকম অসুবিধায় পড়েছেন জগতের প্রভুও।

ইয়েস ব্যাঙ্কের পুরী শাখায় রয়েছে জগন্নাথদেবের ৫৪৫ কোটি টাকা। ইয়েস ব্যাঙ্কে গণেশ ওল্টানোর পরিস্থিতি দেখা দিতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ব্যাঙ্কে যত টাকাই থাকুক না কেন একজন গ্রাহক ৩ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ ৫০ হাজার টাকা তুলতে পারবেন। উর্ধ্বসীমার এই ফাঁদেই এখন বন্দি দেবতা ও মানুষ।

৫৪৫ কোটি টাকা তুলতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছে ওড়িশা সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে ওড়িশার অর্থমন্ত্রী নিরঞ্জন পুজারি জানিয়েছেন, ওই টাকার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। তাই ভক্তদের স্বার্থে ওই টাকা তুলতে প্রয়োজনীয় অনুমতি দিক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।