Date : 2024-04-20

বাংলা নববর্ষের মুখে দুশ্চিন্তায় ফুলিয়ার তাঁতশিল্পীরা, লকডাউনে স্তব্ধ জীবনের সুর

নদিয়ার ফুলিয়ায় তাঁতশিল্পের উপর নির্ভর করেই চলে বহু মানুষের পেট। কিন্তু করোনা যেভাবে গ্রাস করেছে গোটা বিশ্বকে তার প্রভাব পড়েছে নদিয়ার তাঁতশিল্পেও। করোনার গ্রাসে থমকে গিয়েছে এই শিল্প। কর্মহীন হয়ে পড়েছেন বহু তাঁত শিল্পী। প্রতিবছর বাংলা নববর্ষ ও ইদের দিকে সাগ্রহে তাকিয়ে থাকেন এই তাঁতশিল্পীরা। এইসময় দুটো বাড়তি পয়সার মুখ দেখেন তাঁরা। কিন্তু এবছর বিধি বাম। দুর্গাপুজোকে সামনে রেখে যেখানে এইসময় থেকে জোরকদমে কাজ শুরু হওয়ার কথা, সেখানে বাড়িতে হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে তাঁতশিল্পীদের। অভিযোগ, তেমন কোনও সরকারি অনুদানও পাচ্ছেন না তাঁরা।