Date : 2024-04-18

দেশজুড়ে ৩ মে পর্যন্ত চলবে লকডাউন, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল। দেশজুড়ে ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লকডাউনের মেয়াদের পর কী? দেশজুড়ে লকডাউনের মেয়াদ কি বাড়বে? এই সব প্রশ্নেরই জবাব মিলল মঙ্গলবার। বেলা ১০টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী জানালেন, দ্বিতীয় দফায় আরও ১৯ দিন অর্থাৎ ৩ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, অন্য অনেক দেশের তুলনায় ভারতের পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো। ২০ এপ্রিল পর্যন্ত দেশের সব জেলায় নজরদারি চালানো হবে। করোনা আক্রান্তের সংখ্যা কোথায় কত তার উপর নজরদারি চালানো হবে। হটস্পটগুলির উপর নজরদারিতে কোনও শিথিলতা হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। বুধবার এ ব্যাপারে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে।

গত ১১ এপ্রিল সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষেই সওয়াল করেন। সে দিনই নবান্নে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গে লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনের মেয়াদ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। দেশের ৩৬৪টি জেলা করোনা সংক্রমণের তালিকায় নাম লিখিয়েছে। এর মধ্যে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। ভারতে তিনশোর ওপর যে মৃত্যু হয়েছে তার অর্ধেকই এই রাজ্য থেকে।