Date : 2024-04-25

করোনা ও লকডাউন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী, রেড জোনে নেওয়া হবে আরও কড়া ব্যবস্থা

দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন। যার মেয়াদ শেষ হতে চলেছে ৩ মে। এই মেয়াদ শেষে লকডাউন কি বাড়বে, তা নিয়েই চলছে জল্পনা। এরই মধ্যে সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যভিত্তিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীরাও তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানান প্রধানমন্ত্রীকে। লকডাউনের ক্ষেত্রে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনের জন্য বিকল্প ব্যবস্থার কথা আলোচিত হয় বৈঠকে। গ্রিন জোনের মানুষদের দেওয়া হতে পারে বিশেষ ছাড়। রেড জোনে নেওয়া হবে আরও কড়া ব্যবস্থা। সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, লকডাউনের সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ২১ মে পর্যন্ত রাজ্যে রে়ড, গ্রিন, অরেঞ্জ জোন রাখারই পক্ষপাতী রাজ্য সরকার। এ বিষয়ে বুধবার বিস্তারিত সিদ্ধান্ত নেবে নবান্ন।

সোমবার বিকেলে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে রাজ্যে মৃত্যুর সংখ্যা বাড়েনি। মৃত্যু ২০ রয়েছ। তবে করোনায় চিকিৎসাধীনের সংখ্যা বেড়ে হয়েছে ৫০৪। ছাড়া পেয়েছেন ১০৯ জন। এরই মধ্যে করোনা মোকাবিলায় ক্যাবিনেট কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী। কমিটিতে রয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই কমিটির নেতৃত্বে থাকবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এছাড়াও কমিটিতে থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্যসচিব।