Date : 2024-04-25

চাপের মুখে পিছু হঠল সিইএসসি, নতুন বিল না পাওয়া পর্যন্ত বিল জমা না দেওয়ার আবেদন বিদ্যুৎমন্ত্রীর

গ্রাহকদের লাগাতার প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ, খোদ বিদ্যুৎমন্ত্রীর অসন্তোষ। সবমিলিয়ে চাপ বাড়ছিল সিইএসসির উপর। ঠিক কোন ফর্মুলায় গ্রাহকদের বিল পাঠানো হয়েছে তার সঠিক উত্তর মিলছিল না। শনি ও রবি, পরপর দুদিন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সিঈএসসি কর্তৃপক্ষ জানায়, তারা বাড়তি কোনও চার্জ করছে না। কিন্তু তাতেও সন্তোষজনক জবাব মেলেনি বলে একাংশের বক্তব্য। এরপরই রবিবার রাতে সিইএসসির পক্ষ থেকে ঘোষণা করা হয়, শুধুমাত্র জুন মাসের ইউনিট ব্যবহারের ভিত্তিতে গ্রাহকরা বিল মেটাবেন। যারা ইতিমধ্যে বিল পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে কী হবে সে ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে। বিষয়টি নিয়ে সোমবার সিইএসসি কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এরপর গ্রাহকদের উদ্দেশে তিনি আবেদন জানান, নতুন বিল না পাওয়া পর্যন্ত কেউ যেন বিল জমা না দেন। নতুন বিল পাঠাতে কিছুদিন সময় লাগবে একথাও জানান বিদ্যুৎমন্ত্রী।