Date : 2024-04-20

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ছাড়াল, মৃত্যু বেড়ে ৩২৭৭১

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যানে রোজই রেকর্ড দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত রোজকার মেডিক্যাল বুলেটিন অনুযায়ী ২০ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে, অর্থাৎ ৭ দিনে ভারতে চার লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২০ জুলাই আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ছুঁয়েছিল। দুদিনের ব্যবধানে ২৩ জুলাই তা পৌঁছয় ১২ লক্ষে। ২৫ জুলাই ১৩ লক্ষ ছুঁয়ে ফেলে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ ২৭ জুলাই আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষের সীমা অতিক্রম করে গিয়েছে। সোমবারের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৯৩১ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩। গত ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে ৭০৮ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৭১। রাজ্যেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমবর্ধমান। রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৪১ জন। ফলে রাজ্যে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৫৮ হাজার ৭১৮ জন। আরও ৪০ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৩৭২। তবে রাজ্যে সুস্থতার হার ভরসা দিচ্ছে স্বাস্থ্য কর্তাদের। মোট আক্রান্ত ৫৮ হাজার ৭১৮ জনের মধ্যে ৩৭ হাজার ৭৫১ জন সুস্থ হয়ে গিয়েছেন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৪.২৯ শতাংশ।