Date : 2024-03-28

পিএসজির স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন্স লিগ জিতল বায়ার্ন মিউনিখ

তীরে এসেও তরী ডুবল পিএসজির। প্রথমবার ফাইনালে ওঠার স্বপ্ন পূর্ণ হলেও কাপ আর ঠোঁটের মধ্যে ফারাকটা রয়েই গেল। তিন থেকে চারটি গোল করার সুবর্ণ সুযোগ পেলেও তা হেলায় হারান নেইমার, মারিয়া, এমবাপ্পেরা। বলা ভালো গোলে দুর্ভেদ্য হয়ে ওঠেন ম্যানুয়েল ন্যয়ার। সেই প্রাচীর টপকে গোল করা সম্ভব হয়নি নেইমারদের। না হলে হয়তো প্রথমার্ধেই তিন-শূন্য গোলে এগিয়ে যেতে পারত পিএসজি। প্রথমার্ধ গোলশূন্যে শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধে কাজের কাজটা করে বায়ার্ন। মহাকাঙ্খিত গোলটি করেন কোমান। সেই গোল আর শোধ করে উঠতে পারেনি পিএসজি। ফলে শুধু ষষ্ঠবার চ্যাম্পিয়ন্স লিগ জেতাই নয় একটি রেকর্ডও করে ফেলল জার্মানি ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম কোনও ক্লাব সব ম্যাচে জিতে ট্রফি জিতল। যে রেকর্ডের সঙ্গে নাম তুললেন মুলার, লেওনডস্কি, নাব্রি, কুটিনহো, পেরিসিচ, খিমিচ, ডেভিস, কোমানের মতো ফুটবলাররা।