Date : 2024-03-28

সঙ্গে রাখুন ছাতা, মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্মচাপ। সেই নিম্মচাপেই ভাসতে পারে গোটা দক্ষিণবঙ্গ। ৪ অগাস্ট (মঙ্গলবার) ও ৫ অগাস্ট (বুধবার) দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় মঙ্গল ও বুধবার সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।