Date : 2024-04-19

সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, প্রতিবাদে ভারতে কাজ বন্ধ করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ভারতে সংস্থার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রতিবাদে কাজ বন্ধ করে দিল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এ দেশে সংস্থার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ভারত সরকার। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে ভারতে সব ধরনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। ভারতে সংস্থার হয়ে কর্মরত সব কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে যাবতীয় প্রচার ও গবেষণার কাজ।

অ্যামনেস্টির মতো একটি সংগঠনের এমন সিদ্ধান্তে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন মোদী সরকারের ভূমিকা নিয়ে। একাংশের বক্তব্য, ৩৭০ ধারা রদের পরে দীর্ঘদিন কার্যত বিচ্ছিন্ন কাশ্মীরের মানুষ। প্রাক্তন মুখ্যমন্ত্রীরা একে একে গৃহবন্দি হয়েছিলেন। তাঁরা কে কেমন ছিলেন, কোথায় ছিলেন জানার উপায় ছিল না। জানার উপায় ছিল না সাধারণ মানুষের প্রতিক্রিয়াও। কাশ্মীরের মানুষের মানবাধিকার নিয়ে তাই বারবার সরব হতে দেখা গিয়েছিল অ্যামনেস্টিকে। এখানেই শেষ নয়। চলতি বছরের গোড়ায় দিল্লি হিংসার ঘটনাতেও মোদী সরকারের সমালোচনা করেছিল সংস্থা। মানবাধিকার সংগঠনটিকে এরই খেসারত দিতে হয়েছে বলে মনে করছে কোনও কোনও মহল। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, অলাভজনক সংস্থা হলেও বিদেশি অনুদান নেওয়ার ক্ষেত্রে নিয়ম মানেনি অ্যামনেস্টি। সেই কারণেই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ইডি। এই যুক্তি মানতে চায়নি অ্যামনেস্টিও। সংস্থার পাল্টা বক্তব্য, মানবাধিকার সংগঠনগুলিকে অপদস্থ করার এটাই সর্বশেষ নিদর্শন ভারত সরকারের। প্রমাণ হয়নি এমন অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নিয়েছে সরকার। যা কাম্য নয়।