Date : 2021-04-15

প্রকাশিত হল জেইই (মেন) পরীক্ষার ফল, ২৪ জন পরীক্ষার্থী পেলেন ১০০ শতাংশ নম্বর

পরীক্ষার ৫ দিনের মাথায় প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা জেইই (মেন)-এর ফল। চলতি মাসের ১ থেকে ৬ সেপ্টেম্বর পরীক্ষা হয়েছিল। অন্য বছরের তুলনায় কম সময়ের মধ্যেই ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এবারের পরীক্ষায় ২৪ জন পড়ুয়া ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। তাদের মধ্যে ৮ জন তেলেঙ্গানার, ৫ জন দিল্লির, ৪ জন রাজস্থান ও ৩ জন অন্ধ্রের পরীক্ষার্থী। ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে সম্ভাব্য প্রথম রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী শ্রীমন্তী দে।