Date : 2024-04-25

আনলকের পরে এবার দেশজুড়ে রিওপেনিং, ১৫ অক্টোবরের পরে খুলতে পারে স্কুল

মার্চে দেশজুড়ে শুরু হয়েছিল লকডাউন। পাঁচ দফা চলার পরে শেষ হয় লকডাউন পর্ব। জুনে শুরু হয় আনলক ১। জুলাইয়ে আনলক ২, অগাস্টে আনলক ৩ এবং সেপ্টেম্বরে আনলক ৪-এর পরে প্রশ্ন ছিল এবার কি তবে আনলক ৫। না, তা হল না। আনলক পর্ব শেষ। দেশজুড়ে এবার রিওপেনিং। পয়লা অক্টোবর থেকে দেশজুড়ে কন্টেনমেন্ট জোনের বাইরে চালু হচ্ছে রিওপেনিং পর্ব। বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নয়া গাইডলাইন প্রকাশ করা হয়েছে। তাতে আরও কিছু ক্ষেত্রে নিয়মবিধি শিথিল করার কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ১৫ অক্টোবর থেকে ৫০ শতাংশ আসন বা সর্বোচ্চ ২০০ দর্শকের জন্য খোলা যাবে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার। স্বাস্থ্যবিধি মেনে খোলা যাবে সুইমিং পুলও। স্কুল ও কলেজ খোলার ব্যাপারে ১৫ অক্টোবর থেকে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য সরকারগুলি। অর্থাৎ কবে থেকে স্কুল খুলবে বা আদৌ খোলা হবে কিনা তার সিদ্ধান্ত রাজ্য সরকারের কোর্টেই ফেলা হয়েছে। স্কুল খোলার বিষয়ে রাজ্যগুলিকে নিজস্ব স্বাস্থ্য নির্দেশিকা তৈরি করতে বলেছে কেন্দ্রীয় সরকার। ৩১ অক্টোবর পর্যন্ত কনটেনমেন্ট জোনগুলিতে কঠোরভাবে লকডাউন বিধি কার্যকর হবে বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায়।