Date : 2024-03-28

রাজ্য জুড়ে নৈরাজ্য চলছে, অমিত শাহর সঙ্গে বৈঠকের পরে বললেন রাজ্যপাল জগদীপ ধনকর

রাজ্যে একুশে বিধানসভা ভোট। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক ডঙ্কা বাজতে শুরু করে দিয়েছে। ভার্চুয়াল সভা দিয়ে এর শুরুটা করেছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভার্চুয়াল জবাব মিলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করতে শুরু করে দিয়েছেন রাজ্য বিজেপির একাংশ। এই আবহেই বৃহস্পতিবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারকে নিশানা করেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গ জুড়ে নৈরাজ্য চলছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পদে-পদে। রাজ্যপালের বক্তব্যের ছত্রে ছত্রে ছিল রাজ্য সরকারের সমালোচনা। দিল্লিতে বসে রাজ্যপালের এইসব মন্তব্য যথারীতি ঝড় তুলেছে রাজ্য রাজনীতিতে। লোকসভায় তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিজেপির লাউডস্পিকার।তিনি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রাজ্য-রাজ্যপাল সংঘাত অবশ্য নতুন কিছু নয়। রাজভবনে আসার পর থেকেই রাজ্যের শাসক দলের সঙ্গে একের পর এক সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল।অক্টোবরের শেষবেলায় রাজধানীতে রাজ্যপালের তোপ এরই সর্বশেষ সংযোজন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।