Date : 2024-03-28

ভারতের মোবাইল প্যাঁচ, আরও ৪৩টি চিনা অ্যাপ নিষিদ্ধ

সীমান্তে ভারত-চিন উত্তেজনা এখনও পুরোমাত্রায় বজায়। কূটনৈতিক ও সামরিক পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক হলেও বরফ গলেনি। এই পরিস্থিতিতে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার প্রশ্নে আরও ৪৩টি চিনা অ্যাপকে ভারতে নিষিদ্ধ করল নয়াদিল্লি। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ এ ধারায় ওই অ্যাপগুলিকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এর অর্থ ওই চিনা অ্যাপগুলি আর ব্যবহার করতে পারবেন না ভারতে বসবাসকারীরা। ডোকলাম, পূর্ব লাদাখ প্রশ্নে চলতি বছরেই দু-দফায় শতাধিক চিনা অ্যাপকে ভারতে নিষিদ্ধ করা হয়। এর মধ্যে রয়েছে টিকটক, পাবজির মতো জনপ্রিয় অ্যাপগুলিও।