Date : 2024-04-26

দামামা বাজিয়ে আইএসএল যাত্রা শুরু সবুজ মেরুনের, জয়ের সারথি কৃষ্ণা

আই লিগে যেখানে শেষ করেছিল মোহনবাগান, ইন্ডিয়ান সুপার লিগে যেন ঠিক সেখান থেকেই শুরু করল সবুজ মেরুন শিবির। আইএসএলের প্রথম ম্যাচেই কাঙ্খিত জয় পেল মোহনবাগান। কেরল ব্লাস্টার্সকে হারাল ১-০ গোলে। গোল করেন রয় কৃষ্ণা।২৭ নভেম্বর ডার্বির আগে যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিল শতাব্দীপ্রাচীন ক্লাবের। তবে নড়বড়ে ডিফেন্স নিয়ে চিন্তা থাকছে কোচ হাবাসের।

১৯৯০ সালে নাইজেরিয়ার চিমাকে দলে নিয়ে প্রথা ভেঙেছিল মোহনবাগান। সেই প্রথমে ভারতের জাতীয় দলে প্রথম কোনও বিদেশির পদার্পণ। সময়ের দাবি মেনে বিদেশিদের জন্য দরজা খুলে দিয়েছিল মোহনবাগান। তিন দশক পরে ফের সময়ের দাবিকেই মান্যতা। আই লিগকে পিছনে ফেলে আইএসএলে মোহনবাগানের আত্মপ্রকাশ। সঙ্গী এটিকে। মোহনবাগান এখন তাই এটিকে মোহনবাগান। তবে রং একই। সবুজ মেরুন। যা কোটি কোটি বাগান সমর্থকের হৃদয়ের কথা।

প্রথম ম্যাচে সবুজ মেরুনের প্রথম একাদশের নামগুলির দিকে নজর রাখা যাক। অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, তিরি, সন্দেশ, প্রবীর দাস, প্রণয় হালদার (মনবীর সিং), জাভি হার্নান্ডেজ, সুশাইরাজ (শুভাশিস বসু), কার্ল ম্যাকহ্যাগ, এডু গার্সিয়া এবং রয় কৃষ্ণা।