Date : 2024-04-18

বিজেপিকে নিয়ে বিহারে ফুল ফোটালেন নীতীশই, একক বৃহত্তম দল আরজেডি

বিহার কার। নীতীশের এনডিএ নাকি তেজস্বী যাদবের মহাগঠবন্ধনের। আগামী ৫ বছরের জন্য তারই জনাদেশ দিলেন বিহারের মানুষ। বিজেপি-জে়ডিইউ নেতৃত্বাধীন এনডিএকেই ক্ষমতায় ফেরালেন তারা। ক্লোজ ফিনিশে ১২৫টি আসনে জয়ী হয়েছে এনডিএ। ম্যাজিক ফিগার ১২২-এর তুলনায় তা খুব বেশি নয়। তবে মোদী হাওয়ায় ভর করে বিহারের রং ফের গেরুয়া। আসনের নিরিখে তৃতীয় স্থানে চলে গিয়েছে নীতীশের জেডিইউ। একনজরে দেখে নেওয়া যাক দলভিত্তিক আসন প্রাপ্তি।

মোট আসন ২৪৩। রাষ্ট্রীয় জনতা দল ৭৫। ভারতীয় জনতা পার্টি ৭৪। জেডিইউ ৪৩। কংগ্রেস ১৯। সিপিআইএমএল (লিবারেশন) ১২। এমআইএমআইএম ৫। বিকাশশীল ইনসান পার্টি ৪। হিন্দুস্তান আওয়াম মোর্চা ৪। সিপিএম ২। সিপিআই ২। লোক জনশক্তি পার্টি ১। বহুজন সমাজ পার্টি ১। নির্দল ১।