Date : 2024-03-29

বিশ্ব ফুটবলে ফের নক্ষত্র পতন, প্রয়াত ১৯৮২ বিশ্বকাপের নায়ক পাওলো রোসি

২৫ নভেম্বর চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন ছিয়াশির মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক দিয়েগো মারাদোনা। এবার চলে গেলেন বিরাশির স্পেন বিশ্বকাপের নায়ক ইতালির পাওলো রোসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

১৯৮২ স্পেন বিশ্বকাপে ইতালির চ্যাম্পিয়ন হওয়ার প্রধান কাণ্ডারী ছিলেন রোসিই। সর্বোচ্চ ৬টি গোল করে পেয়েছিলেন গোল্ডেন বুট । গ্রুপ পর্বে ব্রাজিলকে ৩-২ গোলে হারায় ইতালি। হ্যাটট্রিক করেছিলেন রোসি। সেমিফাইনালে রোসির জোড়া গোলে পোল্যান্ডকে ২-০ গোলে হারায় ইতালি। ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারাল ইতালি। সেই ম্যাচে একটি গোল ছিল রোসির। মূলত রোসির দাপটেই তৃতীয়বারের জন্য বিশ্বসেরার খেতাব জিতে নেয় ইতালি। সেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন রোসি। ১৯৮২ সালে ইউরোপের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন কিংবদন্তি এই বল প্লেয়ার।